নাসার আবিস্কার, চেনা সৌরজগতের বাইরে সন্ধান মিলল মানুষের বাসযোগ্য বিশ্বের!

Spread the love

বিশেষ প্রতিনিধি,

মিল্কি ওয়ে  বা আমাদের পরিচিত গ্য়ালাক্সির বাইরে নতুন নতুন গ্রহের সন্ধান মিলেছে। এর বেশিরভাগই মানুষের বাসযোগ্য৷ এই আবিষ্কার সম্ভব হয় নাসার হাত ধরে। স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সেই স্যাটেলাইটের মাধ্যমে বেশ কিছুতথ্য সংগ্রহ সম্ভব হয়েছে নাসার পক্ষে৷ এই রিসার্চে যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাদার্ন কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও৷ তাঁরাও এই খবরের সত্যতা স্বীকার করেছেন৷ কে২ মিশনের জন্য ২০০৯ সালের মার্চে কেপলার মহাকাশযানটি পাঠানো হয়৷ আমাদের বাসযোগ্য পৃথিবীর মতো আর কোনো গ্রহ আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে আছে কিনা তা চিহ্নিত করতে।

নাসার এই আবিষ্কার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে অ্যাস্ট্রোফিজিক্স জার্নালে৷ সেখানে প্রতিবেদনে বলা হয়েছে ১০০-রও বেশিবৃহদাকারের গ্রহ আবিষ্কার করা সম্ভব হয়েছে, তাও অন্য গ্যালাক্সি বা সৌরজগতে৷ যে সব গ্রহগুলির উপগ্রহগুলি মানুষের বাসযোগ্য৷ এইগ্রহগুলিকে বলা হয় এক্সোপ্ল্যানেট৷ এক্সোপ্ল্যানেট বা বহির্গ্রহ হল এমন কিছু গ্রহ যেগুলো আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ের বাইরে অন্য কোনোনক্ষত্রকে আবর্তন করতে থাকে। এই সব এক্সোপ্ল্যানেটের চারিধারে ঘুরছে একাধিক উপগ্রহ ৷ যেগুলি বাসযোগ্য বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা৷ ক্যালিফোর্ণিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্টিফেন কেন জানিয়েছেন এই এক্সোপ্ল্যানেটগুলোর অধিকাংশের বলয় রয়েছে৷ এবং রয়েছে বেশ কয়েকটি উপগ্রহ ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*