তেলেঙ্গনার এস আর ইঞ্জিনিয়ারিং কলেজের পাঁচ ছাত্র নাসা হিউম্যান এক্সপ্লোরেশন রোভার চ্যালেঞ্জ-এ অংশ নিচ্ছে। নাসার গুরুত্বপূর্ণ এই চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে আমেরিকার আলাবামায় ১২-১৪ এপ্রিল ২০১৮। ২৩টি দেশের ছা্ত্ররা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এস আর কলেজের পাঁচ ছাত্র চন্দ্রযান-এর নতুন নকশা তৈরি করে রিপোর্ট জমা দেয়। যা দেখে নাসা এই প্রতিযোগিতায় তাদের মনোনীত করে। পাঁচ ভারতীয় ছাত্ররা হলেন পি পল বিনীত, প্রকাশ রাইনেনি, পি শ্রাবন রাও, রোন্ডালা দিলিব্রেডি এবং ভেনিশেঠি স্নেহা।
Be the first to comment