
রোজদিন ডেস্ক, কলকাতা:- কিছুটা হলেও স্বস্তি মিলল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ঘোষণাতে ৷ আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে থাকা দুই মহাকাশচারী সম্ভাব্য 19 মার্চের আশেপাশে পৃথিবীতে ফিরে আসতে পারেন ৷ নাসার স্পেসএক্স ক্রু-10 মিশন 14 মার্চ সন্ধ্যায় উৎক্ষেপণের প্রস্তুতি শুরু করলেও ব্যর্থ হয় । খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয় বৃহস্পতিবারের মিশন ৷
জানা গিয়েছে, শনিবার ভোর 4.30 মিনিটে (ভারতীয় সময়) নাসা এবং স্পেসএক্সের যৌথ প্রচেষ্টায় আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে রওনা দেবে ক্রু-১০ মিশনের মহাকাশযানটি। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে এমনটাই ঘোষণা করা হয়েছে ৷ কোনও ব্যাঘাত না ঘটলে আগামী 19 মার্চ আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে অবশেষে পৃথিবীর উদ্দেশে রওনা দেবেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস এবং তাঁর সঙ্গে থাকা আরও এক নভোশ্চর বুচ উইলমোর। এই মিশনে চারজন ক্রু সদস্যকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাবে।
নাসার মহাকাশচারী অ্যান ম্যাকক্লেন এবং নিকোল আয়ার্স, JAXA (জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) এর মহাকাশচারী তাকুয়া ওনিশি এবং রসকসমস মহাকাশচারী কিরিল পেসকভ এই ক্রু-10 মিশনে রয়েছেন । তাঁরা যাবেন মহাকাশে সুনীতাদের পৃথিবীতে ফেরাতে ৷ তাঁরা আন্তর্জাতিক স্পেসস্টেশনে পৌংছেনোর পর সুনীতারা তাঁদের বাকি থাকা গবেষণার কাজ হস্তান্তর করবেন ৷ ক্রু-9 মিশন মহাকাশযানে পৃথিবীতে ফিরে আসবেন সুনীতারা ৷
ক্রু-10 হল স্পেসএক্সের মানব পরিবহণকারী মহাকাশযান ৷ নাসার বাণিজ্যিক ক্রু প্রোগ্রামের মাধ্যমে মহাকাশ স্টেশনে ডেমো-2 পরীক্ষামূলক ফ্লাইট ৷ এটি বুস্টারের 13তম ফ্লাইট ৷ এটি Crew-7, CRS-29, PACE, Transporter-10, EarthCARE, NROL-186 এবং ছ’টি স্টারলিংক মিশনে যুক্ত করা হয়েছিল ৷ আবহাওয়া প্রতিকুল থাকলে এবং মিশনে সমস্যা সৃষ্টি না-হলে ফ্যালকন 9 ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেসের ল্যান্ডিং জোন 2 (LZ-4) এ 20 মার্চ অবতরণ করবে ক্রু-9।
Be the first to comment