দেশজুড়ে ভয়ঙ্কর করোনা সংক্রমণ। করোনা বিধ্বস্ত মহারাষ্ট্রের নাসিকেই হাসপাতালে অক্সিজেন লিক হয়ে ভয়ঙ্কর বিপর্যয়। যার ফলে অন্তত ২২ রোগীর মৃত্যু হয়েছে, এমনটাই জানা গিয়েছে অসমর্থিত সূত্রে। গুরুতর অসুস্থ অনেকে। আশঙ্কাজনক অবস্থায় রোগীদের অন্যত্র স্থানান্তর করা হয়েছে। হাসপাতালে ১৭১ জন রোগী ভর্তি ছিলেন। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে নাসিকের ওই হাসপাতালে পরিস্থিতি মোকাবিলার কাজ চলছে। দেশজুড়ে করোনা সংক্রমণের দ্রুততা বৃদ্ধির ফলে অক্সিজেনের সঙ্কট দেখা দিয়েছে। আর তার মধ্যেই মহারাষ্ট্রের নাসিক হাসাপাতালের এই মর্মান্তিক ঘটনা। ২৫ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে অসমর্থিত সূত্রে।
Be the first to comment