হঠাৎ খবর ছড়িয়ে পড়ে অভিনেতা নাসিরুদ্দিন শাহ গুরুতর অসুস্থ। পর পর অভিনেতা ইরফান খান ও ঋষি কাপুরকে হারানোর পরে এই খবরে উদ্বীগ্ন হয়ে ওঠেন সিনেমাপ্রেমীরা। সোশ্যাল মিডিয়ায় এমনকি এ খবরও ছড়ায় যে নাসিরুদ্দিন শাহ নাকি হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে চিন্তিত হয়ে পড়ে মানুষ। কিন্তু এই খবর নাকি স্রেফ গুজব।
তবে ভালো আছেন নাসিরুদ্দিন শাহ। জানিয়েছেন তাঁরই ভাইজি সায়রা শাহ হালিম। তিনি এই গুজবে বেশ বিরক্তও বলে জানা যায়। সায়রা জানান, নাসিরুদ্দিন শাহ ভালো আছেন এবং বাড়িতে আছেন। সঙ্গে তাঁর স্ত্রী রত্না পাঠক আছেন। নাসিরুদ্দিন শাহের হাসপাতালে থাকার ঘটনা গুজব ছাড়া কিছু নয়। একটি সংবাদমাধ্যমেও এই গুজব প্রকাশ পায়। সেই সংবাদমাধ্যমের বিরুদ্ধেও একটি টুইট করেছেন।
তিনি টুইট করছেন, “এই নিউজ চ্যানেলের বিরুদ্ধে আমাদের আইনি পদক্ষেপ করা উচিত না? নাসিরুদ্দিন শাহ সুস্থ আছেন। আমার বাবা কথা বলেছে কিছুক্ষণ আগেই। এটি সম্পূর্ণ ফেক নিউজ।” নাসিরুদ্দিন শাহের ছেলে ভিভান শাহও একটি টুইট করেন, “সব ঠিক আছে। বাবা ভালো আছে। তাঁর স্বাস্থ্যের অবনতির ব্যাপারে যত খবর দেখেছেন সেগুলি ভুল। তিনি ভালো আছেন। আমি ইরফান ভাই ও চিন্টুজির জন্য শোকাহত। ওঁদের মনে পড়বে। ওঁদের পরিবারের প্রতি সহানুভূতি রইল। আমাদের কাছে এ বড় ক্ষতি।”
প্রসঙ্গত, মঙ্গলবার আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ইরফান খানকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরের দিন, অর্থাৎ বৃহস্পতিবার প্রয়াত হন ঋষি কাপুর। অসুস্থ হয়ে বুধবারই এইচ এন এন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। ঋষির দাদা রণধীর কপূর সংবাদসংস্থা পিটিআইকে বলেছেন, “ওর শরীর ভালো যাচ্ছিল না। কিছু সমস্যা দেখা দিয়েছিল। ক্যানসার তো রয়েছেই। শ্বাসকষ্টও শুরু হয়। সে জন্যই বুধবার সকালে ওকে হাসপাতালে ভরতি করা হয়।
Be the first to comment