সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো নিয়ে নিজেদের অবস্থান পরিবর্তন করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক নয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট এক নির্দেশিকায় জানিয়েছিল, দেশের প্রতিটি হলে সিনেমা শুরুর আগে জাতীয় সংগীত বাজানো বাধ্যতামূলক। জাতীয় সংগীত বাজানোর সময় দর্শকদের উঠে দাঁড়াতে হবে। কিন্তু সোমবার কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে, সিনেমা হলে জাতীয় সংগীত বাজানোর ইস্যুতে তারা একটি কমিটি গঠন করেছে। পাশাপাশি আগের নির্দেশটি তুলে নেওয়ার জন্য আবেদনও জানানো হয়েছে।
Be the first to comment