ফের গঙ্গা দূষণ নিয়ে ক্ষোভ প্রকাশ ন্যাশনাল গ্রিন ট্রাইবুন্যালের। হরিদ্বার থেকে উন্নাওয়ের মধ্যবর্তী গঙ্গার জন পান দূরের কথা স্নানেরও অযোগ্য। পরিষ্কার জানিয়ে দিল ট্রাইবুন্যাল। আরও বলা হয়, সাধারণ মানুষ না বুঝেই এই জল পান করছে বা স্নান করছে। ফলে উল্টো শরীরেরই ক্ষতি হচ্ছে। যদি সিগারেটের গায়ে ক্ষতিকর দিকের কথা লেখা থাকে, তাহলে উচিত সাধারণ মানুষকেই নদীতে স্নানের ক্ষতিকর দিকগুলো নিয়েও সচেতন করা তোলা। ট্রাইবূন্যালের চেয়ারম্যান এ কে গোয়েলের নেতৃত্বাধীন বেঞ্চ জানায়, গঙ্গার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখেও বলতে বাধ্য হচ্ছি, নিত্যব্যবহারকারীদেরও অধিকার রয়েছে, ক্ষতিকর প্রভাব সম্পর্কে জানার। জলের গুণমান জানানোর জন্য ব্যবস্থা গ্রহণের কথাও বলেছে বেঞ্চ। সেই সঙ্গে, এনএমজেসিকে প্রতি ১০০ কিলোমিটার দুরত্বে নোটিশ বোর্ড লাগানোরও পরামর্শ দিয়েছে। যেখানে উল্লেখ থাকবে, এই জল স্নান বা খাওয়ার কতটা উপযোগী।
Be the first to comment