মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নওশাদ, তৃণমূলে যোগদানের জল্পনা

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- মুখ্যমন্ত্রীর কাছে আজ নবান্নে ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি পৌঁছালেন। এদিন বিকেল সাড়ে ৪টায় নবান্নে পৌঁছে যান তিনি। সাড়ে ৫টায় তাঁদের সাক্ষাৎ হয়। প্রায় ২৫ মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নওশাদ। মুখ্যমন্ত্রীর কাছে বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ জানিয়েছেন ISF বিধায়ক, এমনই জানিয়েছেন তিনি। সূত্রের খবর, ISF বিধায়ককে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রায় ২৫ মিনিট বৈঠকের পর বেরিয়ে নওশাদ বলেন, “আড়াই বছর ভাঙড় পঞ্চায়েত সমিতি-১, ভাঙড় পঞ্চায়েত সমিতি-২ আমার কাজকে নিয়ে শুধু টাইম কিল করেছে। জেলা থেকে একটা অর্ডার করেছে, যেখানে এডিএম(ডেভেলপমেন্ট)-এর সই আছে। তারা আমার কাজটা আবার সেই পুনরায় পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার আড়াই বছর সময় নষ্ট করেছে। আবার তাকে দিয়েছে। আমার সঙ্গে কোনওরকম আলোচনা, জিজ্ঞাসাবাদ না করেই। যত সময় ইউসি দেওয়া হয় না। আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে। ওখানে নেমপ্লেট আসেনি যে, আমার ওটা বিধায়ক তহবিলের কাজ…। সর্বোচ্চ জায়গায় এসেছি। এরপরেও যদি না আমার কাজ ঠিকঠাক করা হয়, তাহলে আর কিছু বলার নেই। তাহলে আমি বলে যাচ্ছি, আমার বাড়ি থেকে টাকা নিয়ে এসে …৩ কোটি টাকা খরচ করার ক্ষমতা আমার আছে, সেই টাকা খরচ করব। ওদের কে নিয়ন্ত্রণ করছে সেই বিতর্কে আমি যেতে চাই না। আমার চাই কাজ। বেশিক্ষণ কথা হয়নি। যেহেতু আমায় সময় দিয়েছিল সাড়ে ৫টার দিকে। আমি আগেই চলে এসেছি। আমার যে বিষয়গুলো ছিল, সেগুলো উত্থাপন করেছি।”
এরপরই সাংবাদিকের তরফে তাঁকে প্রশ্ন করা হয়, আপনি কবে তৃণমূলে যোগ দিচ্ছেন ? নওশাদ এর উত্তরে বলেন এরকম চিন্তা ধারণা তিনি কিছু করেননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*