ওয়াকফ নিয়ে তৃণমূলের সুরে সুর মিলিয়ে মমতাকে চিঠি নওশাদের

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে ওয়াকফ সংশোধনী আইন। যদিও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আগেই জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ওয়াকফ আইন কার্যকরী হবে না। এনিয়ে এবার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ১৬ এপ্রিল রয়েছে বৈঠক। এদিকে ওই বৈঠকের আগে ওয়াকফ আইন লাগু না করতে মুখ্যমন্ত্রীকে এবার চিঠি দিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীর।
উল্লেখ্য, ফিরহাদ হাকিম জানান, ১৬ এপ্রিল বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওয়াকফ আইন বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলবী ও রাজ্যের ইমামদের নিয়ে বৈঠক করবেন মমতা। উপস্থিত থাকবেন ফিরহাদ নিজেও। এনিয়ে কলকাতার মেয়র শুক্রবার বলেন, ওয়াকফ আইন নিয়ে বাংলায় প্রতিবাদ চলবে। বিশৃঙ্খলার কোনও জায়গা নেই। কেন্দ্র এই আইন তৈরি করে বিরোধিতা করতে চাইছে। লড়াইটা সুপ্রিম কোর্টে লড়তে হবে বলে উল্লেখ ফিরহাদের।
এদিকে ওয়াকফ নিয়ে বিক্ষোভ প্রতিবাদের মাঝেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে পশ্চিমবঙ্গে ওয়াকফ সংশোধনী আইন লাগু না করতে প্রস্তাব গ্রহণের আবেদন জানিয়েছেন নওশাদ। একইসঙ্গে রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা ও তৃণমূলের সমস্ত বিধায়ক ও সাংসদকে মামলা দায়েরের আবেদন নওশাদের।
মমতাকে চিঠিতে নওশাদ লেখেন, “সংবাদমাধ্যম থেকে জেনেছি আপনি রাজ্যের মুসলমান সমাজকে আশ্বাস দিয়েছেন, ওয়াকফ আইন বাস্তবায়িত হতে দেবেন না। ভালো কথা। সুতরাং আমি আপনাকে প্রস্তাব দিচ্ছি যে রাজ্যের মানুষের স্বার্থে অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে এই মর্মে প্রস্তাব পাস করার উদ্যোগ নিন। এরই সাথে সাথে আপনার দলের যতগুলি বিধায়ক ও সাংসদ রয়েছেন, তাদের প্রত্যেককে আলাদা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার নির্দেশ দিন।”
এদিকে, বৃহস্পতিবার মৌলালির পর শুক্রবার ফের ওয়াকফ আইনের প্রতিবাদে অবরুদ্ধ হল কলকাতা। শুক্রবার পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মিছিল করে এসে পুলিশের ব্যারিকেডও ভাঙেন ছাত্রছাত্রীরা। অবিলম্বে আইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখায় কয়েকশো ছাত্রছাত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*