প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। শেষ দু’দিনে সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা যেভাবে বাড়ছে তাতে করোনা ওয়ারিয়রসদের কাঁধে দায়িত্ব বেড়েই চলেছে। রবিবার সেই অবিরাম প্রয়াসকে কুর্ণিশ জানিয়েছে ভারতীয় নৌবাহিনী।
এদিন বঙ্গোপসাগরের বুকে ভারতীয় নৌবাহিনীর তরফে আইএনএস জলস্ব স্যালুট জানিয়েছে ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী থেকে স্যানিটেশন স্টাফ এবং পুলিশ যারা ব্যাক্তিগত সুরক্ষা এবং বিশ্রামকে উপেক্ষা করে করোনা রোগীদের চিকিৎসা করছেন।
পুলিশ যারা মহামারি মোকাবিলায় সমাজের সুরক্ষার দিকে বিশেষ নজর দিয়েছেন। চলে যাচ্ছেন কনটেইনমেন্ট জোনে। উপেক্ষা করে কাজ করছেন রেড, অরেঞ্জ এবং গ্রিন জোন।
একাধিকবার বিভিন্ন রাজ্যে পিপিই কিট নিয়ে অভিযোগ উঠলেও বন্ধ হয়নি কাজ, থামেনি চিকিৎসা। দিনরাত কাজ করছেন সমাজ সুরক্ষায় বদ্ধপরিকর স্বাস্থ্যকর্মী এবং পুলিশ।
পাশাপাশি, স্যানিটাইজ করার কাজে কর্মীরা পৌঁছে যাচ্ছেন একাধিক জায়গায়। সাধারণ মানুষের মধ্যে সংক্রমণ বন্ধ করার বিশেষ পরামর্শ দিতে, কখনও সেই মানুষদের সুরক্ষিত করতে।
দেশে করোনা যুদ্ধে ফ্রন্ট লাইনে রয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। যুদ্ধ পরিস্থিতি একই আছে। শুধুমাত্র উর্দির রং পালটেছে। ভাইরাসের বিরুদ্ধে সম্মুখ সমরে লড়ছেন চিকিৎসকেরা। সেই লড়াকু মনোভাবকে কুর্নিশ জানিয়ে রবিবার দেশের চিকিৎসকদের সম্মান জানিয়েছে ইন্ডিয়ান আর্মিও।
শুধুমাত্র ইন্ডিয়ান এয়ারফোর্স নয়, দেশের করোনা হাসপাতালগুলিতে চিকিৎসক, নার্সদের সম্মানে রবিবার হাসপাতালগুলোর ওপর ফুলের বৃষ্টিতে কুর্নিশ জানিয়েছে স্থল বাহিনীও। স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা দেখাতে মানুষকে বারান্দা থেকে কাঁসর থালা বাজাতে বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর লাইট অফ করে মোমবাতি জ্বালানোর কথা বলা হয়েছিল।
এছাড়াও উপসাগরীয় দেশ থেকে ভারতীয়দের দেশে ফেরানোর কাজে ব্যবহার করা হচ্ছে ভারতীয় নৌবাহিনীর INS Jalashwa। প্রস্তুত হচ্ছে ১৪টি জাহাজ। করোনা ভাইরাসের আবহে অনেক মানুষকে আনার জন্য প্রস্তুত করা হয়েছে আইএনএস জলশ্ব, সঙ্গে রয়েছে আরও এক উন্নতমানের যুদ্ধজাহাজ।
Be the first to comment