রোববার লাহোরে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে লক্ষ্য করে জুতা নিক্ষেপের ঘটনা ঘটেছে। লাহোরে জামিয়া নামিয়া মাদ্রাসার একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওয়াজ শরিফ। এই অনুষ্ঠানেই তাঁর দিকে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। সূত্রের খবর, নওয়াজ শরিফ মঞ্চে ওঠার পর তাঁকে লক্ষ্য করে জুতা ছোড়া হয়। জুতাটি গিয়ে তাঁর কাঁধে লাগে। হঠাৎ করে এই জুতা নিক্ষেপের ঘটনাইয় উপস্থিত সকলেই চমকে যান। নিরাপত্তারক্ষীরা এসময় তালহা মনোয়ার নামে এক ছাত্রকে ধরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, জুতা ছোড়ার সময় ‘লাবায়েক আ রসোউল্লাহ’ স্লোগান দেন ওই ছাত্র। এছাড়া পুলিশ সন্দেহভাজন হিসেবে আরও দুই ছাত্রকে গ্রেফতার করে। পরে অবশ্য বক্তৃতা দেন শরিফ। কিন্তু জুতা ছোড়া নিয়ে তিনি কোন মন্তব্য করেন নি।
ফাইল ছবি
Be the first to comment