নিরাপত্তাজনিত কারণে অন্য জেলে সরানো হল প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এবং তাঁর মেয়ে মরিয়ম শরিফকে। রাওয়ালপিন্ডির আদিলা জেল থেকে সরিয়ে ইসলামাবাদের একটি সাব-জেলে রাখা হয়েছে তাঁদের। এটি আবার সিহালা রেস্ট হাউস নামেই বেশি পরিচিত। আসলে এটিকে সাময়িকভাবে জেলে পরিণত করা হয়েছে। আদিল জেল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে কিছু বন্দি তাঁর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। তাদের আচরন, গতিবিধি সন্দেহজনক হওয়ায় কোনও রকম ঝুঁকি নিতে চায়নি কর্তৃপক্ষ। আগেই জেলের মসজিদে শরিফকে নমাজ পড়ার অনুমতি দেওয়া হয়নি। এবার সরাসরি জেল পরিবর্তন। নতুন জেলেও তাঁর নিরাপত্তা আরও কঠোর করা হয়েছে। আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তির অভিযোগে গত ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়েকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। গত সপ্তাহেই বিমানে করে লন্ডন থেকে লাহোর ফিরতেই গ্রেপ্তার হন তাঁরা। এদিকে আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচন। ফলে ভোটের আগে জেল থেকে তাঁদের ছাড়া পাওয়ার সম্ভাবনা নেই।
Be the first to comment