জেলের মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় রাখা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে। তাঁকে খবরের কগজ দেওয়া হচ্ছে না। বিছানা দেওয়া হয়নি। বাথরুম নোরা। শরিফের ভাই শাহবাজ শরিফ চিঠি লিখে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের এই দুরবস্থার কথা জানিয়েছেন। চিঠি পাঠানো হয়েছে পাঞ্জাবের কেয়ারটেকার মুখ্যমন্ত্রী হাসান আকসার রিজভির কাছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী শাহবাজ গত শনিবার নওয়াজের সঙ্গে দেখা করেছেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মিয়া মহম্মদ নওয়াজ শরিফকে কী অবস্থায় কড়া নিরাপত্তায় আদিয়ালা জেলে রাখা হয়েছে তা জানাতেই এই চিঠি। গত ১৩ জুলাই লাহোরে দুর্নীতির মামলায় নওয়াজ ও তাঁর মেয়ে মরিয়মকে গ্রেপ্তার করা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, শরিফের সেলে এসি নেই, মেঝেয় শুতে হচ্ছে তাঁকে। এমনকী, হার্ট এবং ডায়েবিটিসের রোগী হওয়া সত্ত্বেও কোনও চিকিৎসার ব্যবস্থা নেই। তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজকে এই অবস্থায় রাখার তীব্র নিন্দা করেছেন তিনি।
Be the first to comment