অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নামে সমন জারি করল মহারাষ্ট্রের থানে ক্রাইম ব্রাঞ্চ। কল ডেটা রেকর্ড (সিডিআর) র্যাকেট-এর তদন্ত চলাকালীন উঠে আসে নওয়াজ-এর নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নওয়াজউদ্দিন সিদ্দিকির উকিল রিজওয়ান সিদ্দিকি বেআইনী ভাবে একটি সিডিআর র্যাকেট-এর কাছ থেকে ৫০,০০০ টাকার বিনময়ে যোগাড় করেন অভিনেতার স্ত্রীর কল রেকর্ড।
প্রসঙ্গত, কিছুদিন আগে ক্রাইম ব্রাঞ্চ এমন ১১জনকে গ্রেফতার করে, যারা বেআইনী ভাবে কল রেকর্ড বিক্রি করত। র্যাকেটটি চালাত প্রাইভেট ডিটেকটিভ-এর একটি দল। তারা সিনিয়র পুলিশ অফিসারদের লগ ইন ডিটেলস যোগাড় করে, মোবাইল নেটওয়র্ক সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে তাঁদের কল ডিটেলস বের করে ক্লায়েন্টের কাছে বিক্রি করত চড়া দামে।
উল্লেখ্য, নওয়াজউদ্দিন সিদ্দিকি, তাঁর স্ত্রী ও রিজওয়ান সিদ্দিকিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে। ২৪ জানু্য়ারি এই সিডিআর র্যাকেকটির খোঁজ পায় ক্রাইম ব্রাঞ্চ। থানের কলওয়া অঞ্চল থেকে গ্রেফতার করে চারজন প্রাইভেট ডিটেকটিভ-কে। তাদের কাছ থেকে জানা যায় জনপ্রিয় গোয়েন্দা রজনী পণ্ডিতের নামও। তিনিও নাকী এই র্যাকেটের সঙ্গে যুক্ত। গ্রেফতার করা হয়েছে রজনীকেও।
ক্রাইম ব্রাঞ্চের সূত্র অনুযায়ী খবর, তদন্তর জন্য এর আগে তিনবার অভিনেতাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি আসেননি। তাই এবার তাঁর নামে সমন জারি করা হয়েছে। নওয়াজউদ্দিন সিদ্দিকি, তাঁর স্ত্রী ও রিজওয়ান সিদ্দিকির বক্তব্য রেকর্ড করার পর পরবর্তী অ্যাকশন নেবে ক্রাইম ব্রাঞ্চ।
Be the first to comment