ভিডিও সৌজন্যে- (এএনআই)
জলের সমস্যা নিয়ে এলাকার বিজেপি বিধায়কের সঙ্গে কথা বলতে গিয়েছিলেন এক তরুণী। কিন্তু কোনও অভিযোগ, কোনও কথাই না শুনে উল্টে ওই তরুণীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করলেন বিধায়ক। মার খাওয়া থেকে রেহাই পাননি তরুণীর স্বামীও। এমন গুরুতর অভিযোগই উঠেছে আমদাবাদ নারোদা বিধানসভার বিজেপি বিধায়ক বলরাম থাওয়ানির বিরুদ্ধে। ওই এলাকারই এনসিপি (Nationalist Congress Party) নেত্রী নীতু তেজওয়ানি জলের সমস্যা নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলরাম থাওয়ানির অফিসে। সঙ্গে ছিলেন স্থানীয়দের আরও কয়েকজন।
নীতুর অভিযোগ, কোনও কিছু না শুনেই সপাটে তাঁকে থাপ্পড় মারেন বিধায়ক। টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলে শুরু হয়ে লাথি চালানো। নীতুর আরও অভিযোগ, তাঁর স্বামীকেও মারধর করেছেন ওই বিধায়ক এবং তাঁর লোকেরা। এরপরেই পুলিশের কাছে বলরাম থাওয়ানির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নীতু। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিজেপি বিধায়কের সেই ভিডিও।
যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন বলরাম। বরং তিনি বলেছেন, আত্মরক্ষার্থেই এমনটা ঘটেছে। বলরামের কথায়, জনা পঞ্চাশেক মহিলা এবং বেশ কিছু পুলিশ নিয়ে নীতু আমার সঙ্গে কথা বলতে এসেছিলেন। ওঁদের সঙ্গে যখন কথা বলছিলাম তখন আচমকাই জনতা আমায় ঘিরে ধরে। ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ আমায় ঘুষি, চড়-থাপ্পড় মারতে শুরু করে। হুড়োহুড়ি শুরু হয়ে যায়। আমার অফিসের ভিতরেই চরম ধাক্কাধাক্কি হতে থাকে। আত্মরক্ষার্থেই আমি যা করার করেছি। ওঁর সঙ্গে যা হয়েছে সেটা দুর্ঘটনা।
পরে অবশ্য নিজের এমন কাণ্ডকারখানার জন্য ক্ষমা চেয়েছেন বলরাম থাওয়ানি। বলরামের কথায়, আমি আবেগে ভেসে গিয়েছিলাম। নিজের ভুল স্বীকার করছি। গত ২২ বছর ধরে রাজনীতি করছি। কোনওদিন এরকম হয়নি। আমি ওঁর কাছে ক্ষমা চেয়ে নেব।
Be the first to comment