৮০টি ভুয়ো কোম্পানি খুলে তাদের নামে বিপুল ঋণ নিয়েছিলেন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে। সেই টাকা গোপনে পাচার করে দিয়েছিলেন বিদেশে। সেই অপরাধে ভূষণ স্টিলের প্রাক্তন প্রমোটার । আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার টুইট করে বলেছেন, যারা মিথ্যা কথা বলে ঋণ নিয়ে নীরজ সিংহলকে গ্রেফতার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস এবং সেই অর্থ বিদেশে পাচার করে দিয়েছে, এবার তারা শাস্তি পাবে।
কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা তদন্ত করে জানতে পেরেছি, ভূষণ স্টিলের প্রাক্তন প্রমোটাররা নানা সহযোগী সংস্থা খুলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিলেন। তা থেকে হাজার হাজার কোটি টাকা জটিল পথে পাঠিয়ে দিয়েছেন বিদেশে। মন্ত্রকের দাবি, ভূষণ স্টিলের প্রোমোটাররা তদন্তের সময় সহযোগিতা করেননি। তদন্তকারীরা ডাকলেও তাঁদের সামনে উপস্থিত হননি।
অর্থমন্ত্রক থেকে এক টুইটে পরিষ্কার বলা হয়েছে, নীরজ সিংহল ৮০টি কোম্পানির নামে ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে ২০ হাজার কোটি টাকা তছরুপ করেছেন।
Be the first to comment