স্নাতক স্তরের নিটের দ্বিতীয় দফার রেজিস্ট্রেশন শেষ হচ্ছে আজ, রবিবার। ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্সের অফিশিয়ালের ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করা যাবে। neet.nta.nic.in এই ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাবে। কোনও কারণে রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হলে পরীক্ষার্থী হিসেবে গণ্য় হবেন না সংশ্লিষ্ট আবেদনকারী।
ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্বিতীয় দফার এই রেজিস্ট্রেশনে পুনরায় নথি জমা দিতে হবে না সংশ্লিষ্ট পড়ুয়াকে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, ছাত্রছাত্রীদের উদ্দেশে বলা হচ্ছে তাঁদের পুনরায় কোনও ফি দিতে হবে না। তবে কোনও ক্ষেত্রে আবেদনকারী তথ্য দিতে না পারলে তার আবেদন বাতিল হয়ে যাবে।
Be the first to comment