আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে মহিলাদের খাদ্যপণ্য হিসেবে না দেখানোর দাবি জানিয়ে ক্যাম্পেন শুরু করলেন নেহা ধুপিয়া। তাঁর কথায়, মহিলারা মাংসের টুকরো নয় যে তাদের জুসি, স্পাইসি, তিখি, গরমাগরম বলা হবে। শিগগিরই এটা বন্ধ করতে হবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবসের দিন নেহা ছবি শেয়ার করেন। হাতে একটি প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন নেহা। সেখানে লেখা, ‘নট আ পিস অফ মিট’। ছবিটি শেয়ার করার পাশাপাশি নেহা বলেন, মহিলাদের খাবারের মতো ব্যাখ্যা করাটা এখনই বন্ধ হওয়ার দরকার আছে।
তবে নেহা নয়, সোশাল মিডিয়ায় রাধিকা আপ্তে , দীপিকা পাডুকোন, বিদ্যা বালন সহ একাধিক বলিউড অভিনেত্রীকে বডি শেমিংয়ের মতো ঘটনায় পড়তে হয়েছে। আবার তাঁদের দেখেই অনেকে জুসি, স্পাইসি, তিখি, গরমাগরমের মতো শব্দ ব্যবহার করে থাকে। সে সব শব্দেই আপত্তি তুলেছেন নেহা।
Be the first to comment