নীরব মোদীর ভাই নেহালের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশ

Spread the love

ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী নীরব মোদীর ভাই নেহাল দীপক মোদীর বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করলো ইন্টারপোল। এর জেরে বিশ্বের ১৯২ টি দেশের কোথাও তাঁকে দেখা গেলে গ্রেফতার বা আটক করার নির্দেশ রয়েছে। আর্থিক প্রতারণার অভিযোগের জেরে নেহাল দীপক মোদীর বিরুদ্ধে এই নোটিশ জারি করেছে ইন্টারপোল। জন্মসূত্রে বেলজিয়ামের নাগরিক বছর চল্লিশের নেহালের বিরুদ্ধে ওই আর্থিক দুর্নীতি মামলায় জোরালো প্রমাণ পাওয়া গিয়েছে বলে ইন্টারপোল সূত্রে খবর।

উল্লেখ্য, ব্যাংক প্রতারণা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দাখিল করা চার্জশিটে নাম রয়েছে নীরব মোদীর এই ছোট ভাইয়ের। তাঁর বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ লোপাট এবং ইচ্ছাকৃতভাবেই দাদা নীরব মোদীর অবৈধ উদ্যোগে সাহায্য করার অভিযোগ রয়েছে। ইডির দাবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতারণার কথা ফাঁস হওয়ার পরে নীরব-ঘনিষ্ঠ মিহির আর বনশালির সঙ্গে দুবাই থেকে ৫০ কেজি সোনা এবং যথেষ্ট পরিমাণে নগদ সরিয়ে ফেলেন নেহাল। পাশাপাশি, নীরবের সংস্থার ডিরেক্টরদের কর্তৃপক্ষের কাছে তাঁর নাম ফাঁস করতে তিনি বারণ করেন।

১৩,৫০০ কোটি টাকা এলাহাবাদ ব্যাংক প্রতারণা মামলায় অভিযুক্ত হওয়ার আগেই গত জানুয়ারি মাসে দেশ ছেড়ে ব্রিটেনে আশ্রয় নেন হিরে ব্যবসায়ী নীরব মোদী। বর্তমানে অবশ্য ব্রিটিশ আদালতের নির্দেশে বিচারবিভাগীয় হেফাজতে তাঁকে জেলে রাখা হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*