নেহেরাজির বিদায়ী টি-২০ ম্যাচে ভারত ৫৩ রানে জিতলো

Spread the love

বুধবার দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে আশীষ নেহেরার বিদায়ী টি-২০ ম্যাচে ভারত নিউজিল্যান্ডকে ৫৩ রানে হারালো। ভারত-নিউজিল্যান্ডের ৩টি টি-২০ সিরিজের প্রথম ম্যাচে আজ নিউজিল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ভারত ৩ উইকেটে ২০২ রান করে। ওপেনিং ব্যাটসম্যান রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান দুইজনেই দুর্দান্ত ব্যাট করেন এবং দুজনেই ৮০ রান করে আউট হন। রোহিত ৬টা চার এবং ৪ টি ছয়ের সাহায্যে ৫৫ বলে ৮০ রান করেন। শিখর ধাওয়ান ১০টি চার ও ২ টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৮০ রান করেন। এরপর বিরাট কোহলি এসে ১১ বলে ২৬ রান করে ভারতের রান ২০ ওভারে ২০২ তে নিয়ে যান। এই ম্যাচে অভিষেক হয়েছিল শ্রেয়স আইয়ার, কিন্তু রোহিত-শিখরের যুগলবন্দীর অনন্য ব্যাটিং এর সুবাদে ব্যাট হাতে নামার সুযোগ হয়নি।
এরপর জবাবে নিউজিল্যান্ডের শুরু ভালো হয়নি। ওপেনার গুপটিল কে একটি অসাধারন ক্যাচে ফিরিয়ে দেন পান্ডিয়া। তারপর কোনো কিউই ব্যাটসম্যানই সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। ধারাবাহিক ভাবে উইকেট পড়তে শুরু করে। ২০ ওভারে শেষে নিউজিল্যান্ডের স্কোর হয় ৮ উইকেটে ১৪৯ রান। চাহাল ও প্যাটেল দুজনের দু’টি করে উইকেট নিয়েছেন। বিদয়ী ম্যাচে নেহরা কোনো উইকেট পাননি। তবুও তার ফেয়ারওয়েল ম্যাচে ভারতের এই জয় তাকে আনন্দ দিয়েছে। শিখর ধাওয়ান ম্যান অব দি ম্যাচ হয়েছেন। সিরিজে ১-০ তে এগিয়ে গেলো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*