নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তন করে প্রধানমন্ত্রী সংগ্রহশালা; আজ উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী

Spread the love

সম্প্রতি নেহরু মিউজিয়ামের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার। নেহরু মিউজিয়ামের নাম বদলে আজ তা প্রধানমন্ত্রী সংগ্রহশালা হিসেবে উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

স্বাধীনতার পর থেকে প্রধানমন্ত্রীদের অবদান, তাঁদের সম্পর্কে তথ্য, নথিপত্র, ছবি থাকবে সংগ্রহশালায়, এমনটাই জানা গিয়েছে।

আজ আম্বেদকর জন্মজয়ন্তীতে এই সংগ্রহশালার উদ্বোধন করবেন মোদী। এর আগে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ১৪ জন প্রাক্তন প্রধানমন্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য এনডিএ সরকার এই পদক্ষেপগুলি নিয়েছে। প্রধানমন্ত্রীর জাদুঘরে প্রাক্তন সব প্রধানমন্ত্রীর শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। বৈঠকে, প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে তাঁর সরকার নিশ্চিত করেছে যে সমস্ত প্রধানমন্ত্রীর অবদান স্বীকৃত। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*