সার্জারির পর নেইমারের মাঠে ফিরতে তিন মাস সময় লেগে যেতে পারে। ডান পায়ে অপারেশনের আগে এমন আশঙ্কার কথাই জানাচ্ছেন ব্রাজিল টিমের ডাক্তার রদ্রিগো লাসমার।
৩ মার্চ শনিবার সকালে ব্রাজিলের বেলো হরিজন্তে শহরের মাতের দেই হাসপাতালে নেইমারের অস্ত্রোপচার করানো হবে। ইতিমধ্যেই ব্রাজিলে ফিরে গেছেন পিএসজি’র এই তারকা ফুটবলার। গত রবিবার,২৫ ফেব্রুয়ারি মার্শেইয়ের বিরুদ্ধে ৩-০ গোলে জেতা লিগ ম্যাচটিতে গোড়ালিতে মারাত্মক চোট পান নেইমার। গোড়ালির হাড় না ভাঙলেও ডান পায়ের পাতার একেবারে ডান পাশের (পঞ্চম) হাড়ে ফ্র্যাকচার হয়েছে এবং বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোড়ালি। মে মাসের আগে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ক্ষীণ। তিন মাসও লাগতে পারে। এরপর নিজেকে সেরা রূপে আবিষ্কার করতে পূর্ণ ছন্দ ফিরে পেতে পেতে চলে আসবে বিশ্বকাপ। এটিই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব মঞ্চে সেরা নেইমারকে দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় তৈরী হয়েছে।
আকস্মিক এই আহত হওয়ায় ২৬ বছর বয়সী নেইমারের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। ব্রাজিল টিমের ডাক্তার রদ্রিগো লাসমারের কথায়, ‘নেইমার ব্যথিত, কিন্তু সে বুঝতে পেরেছে যে এখন তার কাছে অন্য কোনো বিকল্প নেই। সেরে ওঠার জন্য সে যত দ্রুত সম্ভব কাজ শুরু করবে। আমরা তাকে যত দ্রুত সম্ভব প্রস্তুত করতে সম্ভাব্য সবকিছু করবো।’
ফাইল ছবি
Be the first to comment