ভারতের সাহায্য ছাড়াই এভারেস্ট পরিমাপের সিদ্ধান্ত নিল নেপাল

Spread the love

ভারতের সাহায্যের দাবি নস্যাৎ করে দেওয়ার দু-সপ্তাহের মাথায় নেপাল সম্পুর্ণ নিজের উদ্যোগে পৃথিবীর সবথেকে উঁচু শৃঙ্গ – ‘মাউন্ট এভারেস্ট’ পরিমাপের সিদ্ধান্ত নিল। ২০১৫’র ভূমিকম্পের পর এটাই প্রথমবার এভারেস্টের দৈর্ঘ্য পরিমাপ করা হবে। বিশেষজ্ঞদের দাবি সমগ্র শৃঙ্গটি পরিমাপ করতে দু’বছরের মত সময় লাগবে এবং সব মিলিয়ে ২৫০ লক্ষ টাকা খরচ হবে। যদিও ভারত তার দিক থেকে পর্বতের পরিমাপ করতে চেয়েছিল, কিন্তু নেপাল সরকার এই সাহায্যকে নস্যাৎ করে দিয়েছেন। তাদের দাবি এবার কেবল সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে নেপাল এর পরিমাপ করবে। Department of Survey’র ডিরেক্টর জেনারেল গণেশ ভট্ট’র মতে এর আগে এরকম সিদ্ধান্ত নেপাল কখনও নেয়নি। ভট্ট আরও বলেন যে, “ভারতের থেকে সাহায্যের আবেদন আসার আগেই নেপাল নিজের উদ্যোগে কাজ শুরু করে দিয়েছিল, তাই ভারতের আবেদন গ্রহণ বা নস্যাৎ কোনোটাই করার প্রশ্ন ওঠে না’’। তিনি আরও বলেন যে, “যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হয়, তবে ভারত এবং চিন উভয়ের থেকেই আমরা সাহায্যের আবেদন করবো’’। ২০০৮ সালের পরিমাপের ভাবনা ব্যর্থ হওয়ার পর এই বার তা সফল করতে নেপাল বদ্ধ পরিকর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*