বন্যা কবলিত নেপালে আটকে ১৫০০ ভারতীয় পর্যটক

Spread the love

বিশেষ প্রতিনিধি, 

প্রবল বন্যায় নেপালে ১১ জনের মৃত্যু হয়েছে৷ হাজার হাজার মানুষ গৃহহীন৷ বন্যার জলে ভেসে গিয়েছে তাদের বাড়িঘর৷ এরই মাঝে খবর, বিরূপ আবহাওয়া ও লাগাতার বৃষ্টির ফলে নেপালে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন দেড় হাজারের বেশি ভারতীয় পর্যটক৷ উদ্বেগে তাদের পরিজনেরা৷ যদিও বিদেশমন্ত্রকের তরফে আটকে পড়া পর্যটকদের সব ধরনের সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে৷

মঙ্গলবার বিদেশমন্ত্রক জানিয়েছে নেপালের সিমিকোটে ৫২৫ জন, হিলসাতে ৫৫০ জন এবং তিব্বত অঞ্চলে ৫০০ জন পর্যটক আটকে পড়ে রয়েছে৷ নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালগঞ্জ ও সিমিকোটে প্রতিনিধিদের পাঠানো হয়েছে৷ তাঁরা ভারতীয় পর্যটকদের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন৷

পর্যটকদের আশ্বস্ত করে জানানো হয়েছে, চিকিৎসা ব্যবস্থা ও থাকা খাওয়ার সব ধরনের ব্যবস্থা করা হয়েছে৷ সিমিকোটে আটকে পড়া প্রবীণ ও বয়স্ক পর্যটকদের জন্য স্বাস্থ্য শিবির খোলা হয়৷ তাদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়৷ হিলসাতে পুলিশকে পর্যটকদের সাহায্যের অনুরোধ করা হয়েছে৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*