শনিবার নেপালের ঢ্যাডিং জেলার কাছে একটি ভীড় বাস নদীর মধ্যে পড়ে ৩১ জন প্রাণ হারিয়েছে। ঢ্যাডিং জেলার পুলিশ সুপারিটেন্ডেন্ট ধ্রুব রাজ রাউত জানিয়েছেন, কাঠমান্ডুর বাসটি রাজবিরেজ থেকে আসার সময় কাঠমান্ডু থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে ঘাটাবেসিতে ত্রিশুল নদীতে ভোর ৫টার সময় পড়ে যায়।
নেপাল সেনাবাহিনী এবং পুলিশ জরুরী তৎপরতার সাথে উদ্ধার কাজে ব্যস্ত হয়ে পড়ে। ১৬ জন আহত যাত্রীকে উদ্ধার করে। ৩১ জন মৃত যাত্রীকে উদ্ধার করা গেছে এবং নিখোঁজ যাত্রীদের এখনো খোঁজ চলছে। পুলিশ জানিয়েছে অধিকাংশই নেপালের সপ্তরি জেলার, ১২জনকে সনাক্ত করা গেছে। এই দুর্ঘটনায় একজন ভারতীয় প্রাণ হারিয়েছেন। তার নাম মমতা দেবী ঠাকুর।
সকল আহত যাত্রীদের কাছাকাছি হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
পুলিশ জানিয়েছে এই ধরণের দুর্ঘটনা বেপোরোয়া ড্রাইভিং এর জন্যই হয়েছে।
Be the first to comment