নেপালের খাদে পড়ে গেলো বাস, মৃত মোট ২৩

Spread the love

 স্কুলের ছাত্র ও শিক্ষকদের নিয়ে নেপালের পাহাড়ি পথে ফিরছিল একটি বাস। খাদে পড়ে গিয়ে মৃত্যু হল ২৩ জনের। ছেলেদের বয়স ছিল ১৬ থেকে ২০-র মধ্যে। দুই শিক্ষক এবং গাড়ির চালকও মারা গিয়েছেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ নেপালের প্রত্যন্ত এলাকায় ওই দুর্ঘটনা হয়।

ছেলেদের নিয়ে শিক্ষকরা গিয়েছিলেন শিক্ষামূলক ভ্রমণে। পাহাড়ি গাছপালা ছাত্রদের চিনিয়ে দেওয়াই উদ্দেশ্য ছিল। বাসে ছিল মোট ৩৭ জন। ২২ জন ঘটনাস্থলে মারা যায়। আর একজন মারা যায় নিকটবর্তী হাসপাতালে। ১৪ জন গুরুতর আহত। হাসপাতালে তাদের চিকিৎসা হচ্ছে। পুলিশ অফিসার বেল বাহাদুর পাণ্ডে বলেছেন, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

গত সপ্তাহেই নেপালে একটি ট্রাক খাদে পড়ে ২০ জনের মৃত্যু হয়। মৃতেরা তাঁদের এক আত্মীয়ের অন্ত্যেষ্টিতে গিয়েছিলেন। নেপালে প্রায়ই এমন দুর্ঘটনা হয়ে থাকে। সেখানে রাস্তাঘাটের হাল খুব খারাপ। গাড়িগুলিরও ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*