২০ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। প্রথম কম্পনটি অনুভূত হয় শনিবার রাত ৯ টা৩৬ মিনিটে, কাঠমান্ডু থেকে ৭৫ কিমি পশ্চিমে অবস্থিত ধাধিং-এ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৮। দ্বিতীয় কম্পনটিও অনুভূত হয় একই জায়গায়, রাত ৯ টা ৫২ মিনিটে। রিখটার স্কেলে কমপ্নের মাত্রা ছিল ৩.২। এখনও পর্যন্ত কোনও ক্ষয়খতির খবর পাওয়া যায়নি।
শনিবারের কম্পনে ফিরে এল ২০১৫ সালের ভয়াবহ স্মৃতি। বিধ্বংসী ভূমিকম্পে ছাড়াখাড় হয়ে গিয়েছিল গোটা নেপাল। মৃত্যু হয়েছিল ৯০০০ মানুষের।
উল্লেখ্য, ২৯ মে ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি। ভূমিকম্প অনুভূত হয় পার্শ্ববর্তী এমসিআর এলাকাতেও। রিখটর স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। ন্যাশানাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে ভূমিকম্পের উৎস হরিয়ানার রোহতকের কাছে। মাটি থেকে ১৬ ফুট গভীরে ভূকম্পনের কেন্দ্র।
Be the first to comment