নেপালের পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা!রবিবার অবতরণের সময় ইয়েতি এয়ারলাইন্সের 9N ANC ATR72 বিমানটি ভেঙে পড়ে।উড়ানে মোট ৬৮ জন যাত্রী ছিলেন। এছাড়াও ছিলেন আরও চারজন ক্রু সদস্য। দুর্ঘটনাগ্রস্ত বিমানের ককপিটে ছিলেন ক্যাপ্টেন কমল কেসি। চলছে উদ্ধারকাজ।
জানা গেছে, বিমানটি রাজধানী কাঠমান্ডু থেকে পোখরা আসছিল। দুর্ঘটনার পর বিমানবন্দরের আশপাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পর উদ্ধারকারী দল পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে। তাঁরা উদ্ধার কাজে শুরু করেছে বলে নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।ইতিমধ্যেই ৩০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রানওয়েতে ভেঙে পড়ার পর বিমানটিতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে দুর্ঘটনাগ্রস্ত উড়ানের কাছে ছুটে যায় বিমানবন্দরের দমকল বাহিনী।
প্রসঙ্গত, কিছুদিন আগেই পোখরা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হয়েছিল। গত ৩০ বছরে অন্তত ৩০টি বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে হিমালয়ের কোলের এই রাজ্য। কী কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।
Be the first to comment