নেপালে ভারী বর্ষণে বন্যা ও ভূমিধসে ৫৬ জনের মৃত্যু ঘটেছে। নিখোঁজ অন্তত আরও ১২ জন। নেপালের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, নেপালের নিম্নাঞ্চলসমূহ বিশেষ করে মোরাং, সুনসারী, সাপ্তারি, রাউতাহাট, সারলাহি, দাং ও বেনকে কমপক্ষে ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের মুখপাত্র রাম কৃষ্ণ সুবেদী জানিয়েছেন, নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। আর্মি, পুলিশ ও সশস্ত্র পুলিশ ফোর্স দিয়ে এ তল্লাশি অভিযান চলছে। এছাড়া আহতদের চিকিৎসা ও ত্রাণ বিতরণের কাজ অব্যাহত রয়েছে বলে জানান তিনি। নেপালের আবহাওয়া অফিস জানিয়েছে, আরও কয়েকদিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। জনগণকে সতর্কতার সঙ্গে দুর্যোগ মোকাবিলার পাশাপাশি বন্যার পূর্বাভাস দেওয়া হয়েছে। নেপালের তরাই অঞ্চলে প্রতিবছরই ভারী বর্ষায় ব্যাপক প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি হয়ে থাকে। ঘরছাড়া হন হাজার হাজার মানুষ।
Be the first to comment