প্রবল বর্ষণে বিধ্বংসী বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে নেপালে। গত এক সপ্তাহ ধরে এক নাগাড়ে বৃষ্টি চলার কারনে নেপালের সব নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। পাড় ছাপিয়ে লোকালয়ে ঢুকে পড়েছে একাধিক নদীর জল। সবচেয়ে ক্ষতিগ্রস্ত নেপালের ললিতপুর, খোটাং, ভোজপুর, কাভরে, মকওয়ানপুর, সিন্ধুলি এবং ধাদিং। এই এলাকারই অধিকাংশ বাসিন্দার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
এখনও পর্যন্ত ৪৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিেয়ছে। আবহাওয়া দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক কথা শোনা যায়নি। তবে ভারী বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। নেপালের বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত বিহারের একাংশ। বিহারের একাধিক নদীর জলস্তর বাড়তে শুরু করেছে। কোশি, গণ্ডক, বুধি, গঙ্গা, ভাগমতি নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে।
Be the first to comment