অমৃতা ঘোষ:-
২১ আগস্ট ইউজিসি-নেট (UGC Net) রি-টেস্ট স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে । ১৮ জুনের পরীক্ষা বাতিল করে ২১ আগস্ট নতুন করে পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করা হয়েছিল।
প্রায় দুই মাস আগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত, এখন এই বিষয়ে হস্তক্ষেপ করা হলে অনিশ্চয়তা এবং পরীক্ষার ফল নিয়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে।
শিক্ষার্থী মহলে নিশ্চয়তা আসুক। মন্তব্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের।
নয় লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চলেছে। সেখানে মাত্র ৪৭ জন মামলাকারী ,জানিয়েছে আদালত। উল্লেখ্য, ১৮ জুন পরীক্ষা হয়। ১৯ জুন পরীক্ষা বাতিল ঘোষিত। ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট এনালিটিক্স ইউনিট পরীক্ষায় দুর্নীতির হদিস পেয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের এই ঘোষণার পরেই সিবিআইকে বিষয়টির তদন্তের নির্দেশ।
Be the first to comment