প্রকাশিত হলো NET-এর ফলাফল

Spread the love

প্রকাশিত হল ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (NET)-র ফলাফল। ফলাফল প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লাখ ৫৬ হাজার ৮৩৭ জন। তার মধ্যে ৬ লাখ ৮১ হাজার জন দুটি পেপারেই উত্তীর্ণ হয়েছেন। সহকারী অধ্যাপক হওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছেন ৪৪ হাজার ১ জন। ৩ হাজার ৮৮৩ জন জুনিয়র রিসার্চ ফেলোশিপ (JRF) পেয়েছেন ও সহকারী অধ্যাপক হওয়ার যোগ্যতা অর্জন করেছেন।

উল্লেখ্য, ১৮ ও ২২ ডিসেম্বর NTA দেশের ২৩৫ শহরে পরীক্ষা নেয়। মোট ৮৫টি বিষয়ে পরীক্ষা হয়। পরীক্ষা হয় ৫৯৮টি কেন্দ্রে। পরীক্ষার্থীরা ন্যাশনাল টেস্টিং এজেন্সি(NTA)-র অফিসিয়াল ওয়েবসাইট ntanet.nic.in বা nta.ac.in গিয়ে ফলাফল দেখতে পারেন।

হোমপেজে গিয়ে UGC NET result লিঙ্কটি ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে। সেখানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগ ইন করে তথ্য পূরণ করতে হবে। তাহলেই দেখা যাবে ফলাফল। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*