চার বছর আগে এই দিনেই নেতাজিকে নিয়ে ৬৪টি ফাইল প্রকাশ করেছিলো পশ্চিমবঙ্গ সরকার ৷ আর বুধবার সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের বিষয়টিকে আবারও সামনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই স্মৃতি উসকে দিয়ে এদিন মমতার টুইট, ২০১৫ সালে আজকের দিনেই বাংলার সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশের হেফাজতে থাকা ৬৪টি ফাইল প্রকাশ করে। তাইহোকুতে বিমান দুর্ঘটনার পর কী হয়েছিল? মানুষের সত্য জানার অধিকার আছে ৷
সরকারের কাছে থাকা নেতাজি সংক্রান্ত গোপন নথিপত্র প্রকাশ্যে আনা নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছিলো। ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর ১৯৩৭-৪৭ পর্যন্ত যাবতীয় ফাইল প্রকাশ্যে আনার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ৷ পরে ১৮ সেপ্টেম্বর অর্থাৎ আজকের দিনে ৬৪টি ফাইল প্রকাশ করে পশ্চিমবঙ্গ সরকার ৷ এরপরেই চাপ বাড়তে থাকে কেন্দ্রের উপর ৷ পরে ২০১৬ সালের ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত ১০০টি গোপন ফাইল প্রকাশ্যে আনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি নেতাজি সংক্রান্ত ১০০টি ফাইলের ডিজিটাল সংস্করণ প্রকাশ করেন তিনি ৷ পরে সেবছর এপ্রিলেই নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত আরও ২৫টি ফাইল প্রকাশ্যে আনে কেন্দ্র। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী মহেশ শর্মা আনুষ্ঠানিকভাবে এই ফাইলগুলি প্রকাশ করেছিলেন। তবে আজও অধরা নেতাজি অন্তর্ধান রহস্য ৷ তাইহোকুতে বিমান দুর্ঘটনার পর কী হয়েছিলো? সেই স্মৃতি উসকে দিয়ে বুধবার টুইট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Be the first to comment