বাংলায় টুইট মোদীর, নেতাজি স্মরণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন

Spread the love

নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার । এই উচ্চস্তরীয় কমিটি ২৩ জানুয়ারি, ২০২১ থেকে এক বছর ধরে নেতাজি স্মরণ কার্যক্রমের বিষয়ে সিদ্ধান্ত নেবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজির অবদানের প্রতি শ্রদ্ধা জানাতে এই অনুষ্ঠান আয়োজন করা হবে ৷

আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঔপনিবেশিকত্ব প্রতিরোধে তাঁর সাহসিকতা এবং অদম্য অবদানের জন্য ভারত সবসময় সুভাষ চন্দ্র বসুর কাছে কৃতজ্ঞ থাকবে । তিনি ছিলেন একজন অসাধারণ ব্যক্তি, যিনি প্রতিটি ভারতীয়র মর্যাদার জন্য নিজের জীবন বাজি রাখতেও পিছপা হননি ৷ সুভাষ বসু তাঁর দক্ষতা এবং সংগঠন তৈরির জন্যও পরিচিত ছিলেন। আমরা তাঁর আদর্শ পূরণে এবং একটি শক্তিশালী ভারত গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ।

উচ্চস্তরের এই কমিটির সদস্যদের মধ্যে বিশেষজ্ঞ, ইতিহাসবিদ, লেখক, নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের সদস্য এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিশিষ্টরা অন্তর্ভুক্ত থাকবেন । কমিটি দিল্লি, কলকাতা, নেতাজি এবং আজাদ হিন্দ ফৌজের সঙ্গে যুক্ত বিদেশে ও ভারতের অন্যান্য স্থানগুলিতে স্মরণীয় কার্যক্রমের জন্য দিক নির্দেশ করবে ।

সম্প্রতি ভারত সরকার নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূল্যবান ঐতিহ্য সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ করেছে । লাল কেল্লায় নেতাজির উপর একটি যাদুঘর স্থাপন করা হয়েছে ৷ ২০১৯ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী সেই যাদুঘরের উদ্বোধন করেন ৷ কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল ভবনে নেতাজির উপর স্থায়ী প্রদর্শনী এবং একটি লাইট অ্যান্ড সাউন্ড শোর পরিকল্পনাও করা হয়েছে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*