উত্তরপাড়ায় ভেঙে গেলো নেতাজির মূর্তি

Spread the love

নেতাজির মূর্তি ভাঙলো উত্তরপাড়ায় ৷ আর তা নিয়েই শুরু হয়ে গেলো তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজা ৷ বর্তমানে নেতাজির ভাঙা মূর্তিটি থানায় নিয়ে রাখা হয়েছে বলে জানা গিয়েছে ৷ উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব জানিয়েছেন, ১৫ আগস্টের আগেই যথাস্থানে বসানো হবে নেতাজির মূর্তি ৷

প্রসঙ্গত, শনিবার প্রচুর মানুষ জিটি রোড দিয়ে তারকেশ্বরে যাচ্ছিলেন ৷ যার ফলে এলাকায় ভিড় হয় ৷ কিছুক্ষণ পর ভিড় খানিকটা কম হতেই স্থানীয়রা দেখেন জিটি রোডে নেতাজি ভবনের পাশে অবস্থিত নেতাজির মূর্তিটি ভেঙে গেছে ৷ খবর দেওয়া হয় পুলিশকে ৷ ঘটনাস্থলে পৌঁছয় উত্তরপাড়া থানার পুলিশ ৷ মূর্তিটি উদ্ধার করে তারা থানায় নিয়ে যায় ৷ আর এই ঘটনাকে কেন্দ্র করে একে অপরকে দোষারোপ করতে শুরু করেছে তৃণমূল ও বিজেপি ৷

রবিবার সকালে ঘটনাস্থলে যান উত্তরপাড়া পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ৷ তিনি বলেন, নেতাজির মূর্তি ভাঙার সঙ্গে যারা যুক্ত তারা সুস্থ নয় ৷ পাশাপাশি ১৫ আগস্টের আগেই যথাস্থানে নেতাজির মূর্তি বসানোর আশ্বাস দেন চেয়ারম্যান ৷ তৃণমূল ও বিজেপির এই বক্তব্যকে উড়িয়ে দিয়েছে পুলিশ ৷ তাদের অনুমান, শ্রাবণ মাস উপলক্ষ্যে তারকেশ্বর যাত্রীদের যে ভিড় হয়েছিল তাতে ধাক্কা লেগেই ভেঙে গেছে নেতাজির মূর্তি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*