নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে ট্যুইট করে বিতর্ক তৈরি করলো কংগ্রেস। এদিন ট্যুইটারে নেতাজির মৃত্যুদিন উল্লেখ করে কংগ্রেস। লেখা হয়, নেতাজির মৃত্যুদিন ১৮ অগাস্ট, ১৯৪৫ ৷ আর এরপরই শুরু হয় বিতর্ক। যদিও কংগ্রেসের এই ট্যুইটকে সমর্থন করেছেন নেতাজির পরিবার ৷ আর কংগ্রেসের সেই ট্যুইট রি-ট্যুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ৷ আর তাতেই বিতর্ক আরও চরমে ওঠে।
নেতাজির অন্তর্ধান ঘিরে এখনও যেখানে নানা তদন্ত চলছে, সেখানে কংগ্রেস ও তার সভাপতি কী ভাবে ১৯৪৫ সালের ১৮ অগাস্ট নেতাজির মৃত্যু মেনে নিল, তা নিয়েই উঠছে প্রশ্ন ৷ এই পোস্টের পর নেতাজির মৃত্যু নিয়ে কংগ্রেস তাদের অবস্থান স্পষ্ট করলো, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, ১৯৪৫ সালে ১৮ অগাস্ট তাইওয়ানে একটি বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়। কেন্দ্রও সেই দাবিতেই আনুষ্ঠানিক ভাবে শিলমোহর দিয়েছে ৷ কিন্তু রাহুল ও কংগ্রেস এতদিন কেন্দ্রের দাবির বিরোধিতা করে আসছিলো ৷ তবে আজ কংগ্রেস মেনে নেয়, নেতাজির মৃত্যু ১৯৪৫ সালের ১৮ অগাস্ট বিমান দুর্ঘটনাতেই হয়েছিলো।
Be the first to comment