পিয়ালি আচার্য,
নানা ভাষা, নানা মত, নানা পরিধান। বিবিধের মাঝে দেখো মিলন মহান; বিচিত্রের মধ্যে ঐক্য। এটাই ভারত, এটাই আমাদের ঐতিহ্য। যদিও বর্তমান কেন্দ্রের রাজনৈতিক কার্যকলাপ ও দৃষ্টিভঙ্গি বারবার এই সুমহান ঐতিহ্যকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। অখন্ড ভারত তার ধর্ম নিরপেক্ষতা আর সাম্প্রদায়িক সম্প্রীতিকে বুড়ো আঙুল দেখাচ্ছে ধর্মীয় মেরুকরণ। বলা বাহুল্য, কেন্দ্রের প্রশ্রয়েই তা হচ্ছে। সরস্বতী পুজোর মতো অনুষ্ঠানও যা হিন্দি বলয়ে বসন্ত পঞ্চমী বলে খ্যাত, তাকে ঘিরেও হিন্দুত্বের জিগির তোলা হচ্ছে।
ঠিক এই অবস্থাতেই আমাদের রাজ্যে নেতাজীনগর ডে ও ইভনিং কলেজ সরস্বতী পুজোয় থিম করলো ‘ঐক্যবদ্ধ ভারত’। পাঞ্জাব, সিন্ধু, গুজরাট, মারাঠা, দ্রাবিড়, উৎকল বঙ্গ, কাশ্মীর থেকে কন্যাকুমারী ভারত এক ও অখন্ড; এই বার্তাই দিলো তাঁদের পুজোর থিম। হিন্দ, মুসলিম, শিখ, ইসাহি, জৈন, খ্রিষ্টান, পারসিক ধনী, দ্রিদ্র, ছোট বড় নির্বিশেষ আমরা যে সবাই সূর্যের দেশ ভারতবর্ষের বাসিন্দা সেটাই এই পুজোর বিষয়বস্তু। বৈচিত্রের মধ্যে ঐক্য এই থিম কলেজ পড়ুয়ারা অত্যন্ত দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন। বিষয় ভাবনায় (তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য শাখার প্রাক্তন জেনারেল সেক্রেটারি) জ্যোতি চৌধুরী ও দীপক মণ্ডল (দক্ষিন কলকাতার তৃণমূল ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি) বিশেষ কৃতিত্বের দাবীদার।
জ্যোতি বলেন এই প্রথম আমরা সরস্বতী পুজোয় থিমের প্রচলন করলাম। সরস্বতী পুজোয় একটাই প্রাথনা কেন্দ্রের বিজেপি সরকারের সুবুদ্ধি উদয় হোক। মায়ের কাছে আমাদের প্রার্থনা আমরা যেন দেশের মানুষ ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে হাতে হাত মিলিয়ে ঐক্যবদ্ধ ভারত গড়ে আমাদের সংবিধান ও গণতন্ত্রকে স্বার্থক করে তুলি।
দেখুন ছবি-
Be the first to comment