নতুন বছরে নতুনভাবে সাজতে চলেছে সংসদ ভবন ৷ কেন্দ্রীয় সরকারের প্রকল্পে বিপুল বদল আসতে চলেছে ঐতিহাসিক এই স্থাপত্যে ৷ কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে এটি প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ৷ তিনটি চূড়াযুক্ত ত্রিভূজ আকৃতিক প্রাসাদ, ভূগর্ভস্থ গাড়ি চলার রাস্তা এবং প্রধানমন্ত্রীর নিজস্ব একটি বাসভবন নিয়ে তৈরি হবে নতুন এই সংসদ ভবন ৷
ইতিমধ্যেই গুজরাতের এইচ পি সি ডিজাইন প্ল্যানিং এবং ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড এই নতুন প্রজেক্টের দায়িত্ব পেয়েছে ৷ সংসদ ভবন সম্পূর্ণ নতুন রূপে সাজতে সময় লাগবে আরও বেশ কয়েক বছর ৷ ২০২৪-এ শেষ হবে এই কাজ৷ এরফলে নর্থ ও সাউথ ব্লকে তৈরি হবে জাদুঘর ৷ দুটি ভবনে দু’ভাবে তুলে ধরা হবে ভারতীয় ইতিহাস ৷ একটিতে ১৮৫৭ আগের ভারত ও অপরটিতে ১৮৫৭-র পরের সময়কে সাজিয়ে তোলা হবে ৷
তবে এর জন্য কোনও ঐতিহাসিক স্থাপত্য ভাঙা পড়বে না ৷ নতুন করে সংযোজন করে গড়ে উঠবে এই আধুনিক সংসদ ভবন ৷ প্রধানমন্ত্রী বাসভবন তৈরি হবে রাষ্ট্রপতি ভবনের ঠিক পাশে ৷ ভারতের ৭৫ বছরের স্বাধীনতা উদযাপনে নতুন করে গড়ে উঠবে দেশের রাজনীতিক এই গুরুত্বপূর্ণ ভবন ৷ এক সর্বভারতীয় সংবাদ সংস্থায় প্রকাশিত খবর অনুযায়ী এই তথ্য সামনে এসেছে ৷
Be the first to comment