কোলকাতার কাছেই নতুন বিমানবন্দর করা নিয়ে নবান্নে বৈঠক

Spread the love

দিন দিন যেভাবে নেতাজী সুভাষ চন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট-এ বিমান ওঠানামা বাড়ছে তাতে বিমানবন্দরের উপর অতিরিক্ত চাপ বাড়ছে। সেইকারণে আরেকটি নতুন বিমানবন্দর করার পরিকল্পনা রয়েছে অসামরিক পরিবহন দফতরের। এই মুহূর্তে কোলকাতা বিমানবন্দর থেকে প্রায় ১৩০-১৩২ টি দেশ বিদেশের বিমান ওঠা নামা করে। প্রতিদিন যাত্রী সংখা বাড়ছে এবং আগামী ৪ বছরে ৪০ লক্ষ যাত্রী কলকাতা বিমানবন্দর দিয়ে যাতায়াত করবে বলে জানিয়েছিলেন কলকাতা বিমানবন্দরের ডিরেক্টর অতুল দীক্ষিত। সেহেতু বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা তাদের বিমান উড়ান আরও বাড়াতে চায়। এই চাহিদা মেটাবার লক্ষেই কিছুদিন আগে অসামরিক পরিবহন দফতরের মন্ত্রী গজপতি রাজু নতুন বিমানবন্দর তৈরি করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সেবিষয়ে পরিকল্পনা ঠিক করতে এয়ারপোর্ট অথরিটির একটি প্রতিনিধি দল নবান্নে মুখ্যসচিব মলয় দের সঙ্গে বৈঠক করেন। কোলকাতার কাছেই কোথায় নতুন বিমানবন্দর করা যায় সেবিষয়ে সবিস্তারে আলোচনা হয়। রাজ্য সরকার জমি দিলেই নতুন এয়ারপোর্ট তৈরি করা সম্ভব হবে। একসাথে অনেকটা জমি চেয়েছে রাজ্য সরকারের কাছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া। জমি সংক্রান্ত বিষয় নিয়েই এই বৈঠক বলে নবান্ন সুত্রে খবর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*