নতুন সিদ্ধান্ত শিয়ালদহ ডিভিশনের, এবার লেডিস স্পেশালেও উঠতে পারবেন পুরুষ যাত্রীরা..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- পুরুষ যাত্রীদের কথা ভেবে এবার শিয়ালদহ ডিভিশনে মাতৃভূমি লোকালে পরিবর্তন আনছে রেল কর্তৃপক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই ট্রেনের কয়েকটি কোচে শুধুমাত্র মহিলা যাত্রীই নয়, যেতে পারবেন পুরুষ যাত্রীরাও। শনিবার রেলের তরফে একথা জানানো হয়েছে। এবিষয়ে শিয়ালদহ ডিভিশনের সিনিয়র জন সংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী বলেন, ‘লোকাল ট্রেনে ইতিমধ্যেই মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে।এর পাশাপাশি পুরুষ যাত্রীরাও যাতে স্বচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেকথা মাথায় রেখেই মাতৃভূমি লোকাল ট্রেনের কয়েকটি কোচ সাধারণ কোচ-এ পরিবর্তন করা হবে। যেখানে পুরুষ ও মহিলা সকলেই চড়তে পারবেন।’

ইতিমধ্যেই মহিলা কামরার সংখ্যা বাড়ানো হয়েছে। যার জেরে সাধারণ কামরার সংখ্যা কমে গিয়েছে এবং পুরুষ যাত্রীদের যাতায়াতের অসুবিধা হচ্ছে এই অভিযোগে শিয়ালদহ ডিভিশনের কিছু কিছু জায়গায় যাত্রীরা বিক্ষোভ দেখিয়েছেন। এর জেরে সাময়িক বিঘ্ন ঘটেছে রেল চলাচলে।
যদিও রেলের তরফে মাতৃভূমি লোকালের কোচের পরিবর্তন আনার পেছনে যুক্তি দেখানো হয়েছে, এই বিশেষ মহিলা ট্রেনগুলি সম্পূর্ণ আসন পূর্ণ না করেই চলাচল করছে। ফলে কিছু কোচ পুরুষ ও মহিলা উভয় যাত্রীদের জন্য বরাদ্দ করলেও মহিলা যাত্রীদের আরামদায়ক ও নিরাপদ যাত্রার কোনও ব্যাঘাত ঘটবে না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*