ছবি সৌজন্যে- (এএনআই)
দেশে ক্রমাগত বেড়ে চলা গণপিটুনির ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রীগোষ্ঠী গড়ল সরকার। স্বরাষ্ট্র সচিব রাজীব গাউবাকে প্রধান করে একটি পৃথক কমিটিও তৈরি হয়েছে। সচিব সংক্রান্ত কমিটি গণপিটুনি, দেশের এখানে ওখানে মারমুখী জনতার আইন হাতে তুলে নিয়ে তাৎক্ষনিক সাজা দেওয়ার প্রবণতা রুখতে যেসব সুপারিশ করবে, সেগুলি খতিয়ে দেখবে রাজনাথ সিংহের নেতৃত্বাধীন ওই মন্ত্রিগোষ্ঠী। তারা রিপোর্ট দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। গাউবার কমিটিতে রয়েছেন তাঁকে নিয়ে মোট ৪ জন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের খবর, গণপিটুনির ঘটনা রুখতে আইনি পরিকাঠামোর সুপারিশও করবেন তাঁরা।
Be the first to comment