পার্থজ্যোতি লাহিড়ী,
কালো তবে সুশ্রী একটা মেয়ে
সেই ছোট্ট বেলায় বাবার ছাত্র পড়ানো শুনতে শুনতে নিজের জ্ঞানার্জন
তখন তো মেয়েরা বেশি পড়লে বর জুটতো না।
তাঁবে রাখার জন্য নিরক্ষর বিবাহ উপযুক্ত কন্যা ছিলো অগ্রগন্যা।
সেই রকমই একটা মেয়ে
মীরাও মানুষ ছিলো।
.
শাঁখা সিঁদুর পরে ছিন্নমূল
এক সংসারে কাজের লোক হিসেবে প্রবেশ
অভিভাবকদের স্নেহ আর
অভিভাবিকাদের তাচ্ছিল্যে
ধীরে ধীরে সংসারী হয়ে ওঠা
মীরাও মানুষ ছিলো।
সবথেকে কাছের মানুষটার উপেক্ষা
আর সংসারের নাড়ীর টান
দুইয়ের মাঝে দিশাহারা হয়ে যাওয়া
মীরাও মানুষ ছিলো।
শেষ খড়কুটো হিসাবে আঁকড়ে ধরা
নিজের রক্তের ফোঁটার উপেক্ষায়
মানসিক ভারসাম্য হারানো
মীরা মানুষই ছিলো।
Be the first to comment