শংসাপত্রের পরে এ বার প্রতিষেধকের বিষয়ে গ্রাহকের কাছে বার্তা পাঠাতে বিশেষ পোর্টাল তৈরি করার পরিকল্পনা করেছে রাজ্য। সূত্রের খবর, সফ্টওয়্যার প্রস্তুতকারী একটি সংস্থাকে দিয়ে ‘বেনভ্যাক্স’ নামের ওই পোর্টাল তৈরি করানো হচ্ছে।
কবে দ্বিতীয় ডোজ় রয়েছে তা যেমন পোর্টালের মাধ্যমে আগাম মেসেজ পাবেন গ্রাহক, তেমনি আবার কারও প্রতিষেধক নেওয়ার রেজিস্ট্রেশন করা থাকলে, মেসেজ পাঠিয়ে জানানো হবে টিকা পেতে কবে, কখন, কোথায় তাঁকে যেতে হবে।
এত দিন প্রতিষেধকের পুরো বিষয়টিই ছিল কোউইন পোর্টাল কেন্দ্রিক। তার পাশাপাশি প্রতিষেধকের বিষয়ে নিজস্বতা তৈরিতে পদক্ষেপ করছে রাজ্য। ইতিমধ্যেই শংসাপত্রের বিষয়টি সামনে এসেছে। প্রতিষেধক নেওয়ার পরে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মতোই মিলবে রাজ্যের শংসাপত্রও।
Be the first to comment