শীতকাল মানেই হলো উৎসব আর বাঙালী উৎসবের ক্যালেন্ডারে বইমেলা একটি বিশেষ গুরুত্ব পায়। কলকাতার পাশাপাশি জেলাগুলোতেও এখন বইমেলা হয়। কম্পিউটার ইন্টারনেটের যুগেও বই-এর প্রতি ভালোবাসা এখনও মানুষের যে কমেনি সেটা এই বইমেলাগুলোতে ভীড় দেখে বোঝা যায়। কলকাতা লাগোয়া নিউটাউন মেলা প্রাঙ্গনে ৪ঠা জানুয়ারী শুরু হলো নিউটাউন বইমেলা। ঘন্টা বাজিয়ে এই বইমেলার উদ্বোধন করলেন প্রখ্যাত চিত্রশিল্পী তথা সাংসদ যোগেন চৌধুরী। বইমেলার ব্রোসিয়র উদ্বোধন করলেন বিধাননগর পুরসভার মেয়র সব্যসাচী দত্ত। উপস্থিত ছিলেন হিডকো চেয়ারম্যান দেবাশীষ সেন, টেকনো ইন্ডিয়া গ্রুপে ম্যানেজিং ডাইরেক্টর সত্যম রায়চৌধুরী, বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায়, জাপানি কবি ইউসিকে তানাকা, কবি জয় গোস্বামী, কবি সুবোধ সরকার, বইমেলা কমিটির সভাপতি উর্মিলা সেন এবং সম্পাদক কাকলি মিত্র সহ বহু বিশিষ্ট ব্যক্তি। আনন্দ পাবলিশার্স, মিত্র-ঘোষ এবং আজকাল সহ বিভিন্ন প্রকাশনা সংস্থা বইয়ের পসরা সাজিয়ে বসেছে মেলাতে। আছে বেশকিছু অফবিট প্রকাশনা সংস্থা।
বইমেলার দ্বিতীয় দিনে মেলা প্রাঙ্গন ঘুরে দেখেন মন্ত্রী পুর্নেন্দু বসু। জাতীয় কবিতা উৎসব ২০১৮ র উদ্বোধন হলো এই মেলার মঞ্চ থেকে। উদ্বোধন করলেন মন্ত্রী ব্রাত্য বসু। কলকাতা বইমেলার মত মহরে বড় না হলেও এইসব ছোট ছোট বইমেলা গুলো মানুষের মনে বিশেষত নতুন প্রজন্মের মনে বই পড়ার চাহিদা বাড়াতে বিশেষ সাহায্য করে।
ছবিঃ প্রশান্ত দাস
Be the first to comment