নয়া ইতিহাস বিশ্বভারতীর! এই প্রথম উপাচার্য হলেন আদিবাসী সম্প্রদায়ের বিনয়কুমার সোরেন

Spread the love

চিরন্তন ব্যানার্জি:-

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সাক্ষী থাকলো নয়া ইতিহাসে। এই প্রথম ওই বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্বভার নিলেন আদিবাসী সম্প্রদায়ের বিনয়কুমার সোরেন। শনিবার শিক্ষা মন্ত্রকের নির্দেশে বিশ্বভারতী সংবিধানের ৩(৬) ধারা অনুযায়ী বরিষ্ঠ অধ্যাপক ও কর্মসমিতির সম্মানীয় সদস্য তথা পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ বিনয় কুমার সোরেন উপাচার্যের দায়িত্ব পেলেন। তবে কবে মিলবে স্থায়ী উপাচার্য? বিনয়কুমার সোরেনের নিয়োগে এই প্রশ্ন আরও জোরালো হয়ে উঠল। যদিও সেই প্রশ্নের উত্তর খুঁজতে বিশ্বভারতীর উচ্চপদস্থ আধিকারিকরা কেন্দ্রের মুখাপেক্ষী।
ভারপ্রাপ্ত উপাচার্য বিনয়কুমার সোরেন জানান, “দায়িত্বভার নেওয়া আমার কাছে গর্বের। কারণ যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বয়ং গুরুদেব রবীন্দ্রনাথ। কিছুটা হলেও আবেগতাড়িত। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছি। আদিবাসী সমাজের কাছেও অত্যন্ত আনন্দের। ভারপ্রাপ্ত উপাচার্যের যা দায়বদ্ধতা কার্যক্ষমতা বিশ্ববিদ্যালয়ের স্বার্থে স্থায়ী উপাচার্য না আসা পর্যন্ত দায়িত্বভার পালন করব। তবে অবশ্যই ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্বীকৃতির কথা মাথায় রেখেই আশ্রমিক পরিবেশকে শান্তিশৃঙ্খলা বজায় রেখেই পঠন পাঠনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। বিশ্বভারতী সকলের, এর গরিমা সকলকেই রক্ষা করতে হবে।”
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরের ৮ তারিখ বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য হিসাবে বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হয়। এর পর ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নেন কলাভবনের অধ্যক্ষ সঞ্জয়কুমার মল্লিক। চলতি বছরের মে মাসের ২৫ তারিখ কর্মসমিতির পদের মেয়াদ শেষ হওয়ার ফলে নিয়ম অনুসারে উপাচার্যের পদ থেকে অবসর নেন তিনি। পরে ২৯ মে ভারপ্রাপ্ত উপাচার্যের (VC) দায়িত্ব নেন পল্লি সংগঠন বিভাগের অধ্যক্ষ অরবিন্দ মণ্ডল। তাঁরও কর্মসমিতির সদস্যের মেয়াদ শেষ হয়েছে। তাই সেই পদে এবার আনা হল বিনয়কুমার সোরেন। যতক্ষণ না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক স্থায়ী উপাচার্য নিয়োগ না হয় কর্মসমিতির বর্ষীয়ান সদস্যই উপাচার্যের ভার সামলাবেন বলেই জানা যায়।
উল্লেখ্য, বিশ্বভারতীতে আচার্যের মেয়াদও শেষ হয়েছে। সূত্রের খবর, গত ১১ জুলাই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারক কমিটিতে আচার্য হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম পুনরায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। কিন্তু সময় গড়িয়ে গেলেও আচার্য হিসাবে প্রধানমন্ত্রী নামে এখনও চূড়ান্ত অনুমোদন করেননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*