হাতে আর মেরেকেটে একটা মাস। তারপরেই বড়দিন উদযাপনে মাতবেন বিশ্ববাসী। তবে, নিউইয়র্ক এখন থেকেই ক্রিসমাসের মেজাজে। তাই এই বছরেও নিউইয়র্কের ৭২ ফুট উঁচু ক্রিসমাস ট্রি হরেক রঙের আলোয় রঙিন হল। প্রতি বছরই ক্রিসমাস ইভের জানান দিতেই রঙিন আলোয় জ্বলে ওঠে নিউইয়র্কের রকফেলের সেন্টার ক্রিসমাস ট্রি। এবারেও হেরেফের হল না।
প্রতি বছরই এই ক্রিসমাস ট্রি গানের ছন্দে একটু একটু করে পুরোটাই জ্বলে ওঠে। টানা ৮৫ বছর ধরে এভাবেই আলোকিত হচ্ছে ,আলো ছড়াচ্ছে। কীভাবে তৈরি হয়েছে প্রকাণ্ড এই বড়দিনের গাছ। জেনে নিন-
৭২ ফুট ক্রিসমাস ট্রির ওজন ১২ টনগাছটি সেজেছে ৩ মিটার উচ্চতার কয়েক হাজার স্টারেপ্রত্যেকটি স্টার ক্রিস্টলের৩ মিলিয়ন ক্রিস্টল ব্যবহার করা হয়েছেপোলিস-আমেরিকান শিল্পী ড্যানিয়াল লিবেসকাইন্ড এই বছর গাছটিকে সাজিয়েছেন৮ কিলোমিটার তারে ১০ হাজার টুনি লাইট দিয়ে গাছটি সেজে উঠেছে।
প্রতিদিন বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ক্রিসমাস ট্রি গোটা নিউয়র্ককে আলো দেবে। ২৫ ডিসেম্বর ২৪ ঘণ্টাই আলোকিত থাকবে এই গাছ। ৭ জানুযারি পর্যন্ত একভাবে জ্বলার পর গাছটিকে আমেরিকার একটি সমাজসেবী সংস্থাকে দান করা হবে। ১৯৩১ সাল থেকে একই নিয়মে জ্বলে ওঠে রকফেলের সেন্টার ক্রিসমাস ট্রি। এবারেও ক্রিসমাসের আগাম জানান দিয়েই আলোয় স্নান করেছে বড়দিনের বৃহৎ এই গাছ।
Be the first to comment