মোহালি থেকে গ্রেফতার সুমিত কুমার

Spread the love

সাপুরজি আবাসন এনকাউন্টার কাণ্ডে গ্রেফতার সুমিত কুমার । তাকে আজ মোহালি থেকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশ । প্রাথমিকভাবে পুলিশের তরফে অনুমান করা হচ্ছিল, সুমিত কুমার ও ভরত কুমার একই ব্যক্তি ৷ পরে অবশ্য তদন্ত প্রক্রিয়া এগোতেই বোঝা যায়, ভরত কুমার ও সুমিত কুমার দু’জন আলাদা ব্যক্তি ৷

নিউটাউনের সাপুরজি আবাসনের ২০১ নম্বর ফ্ল্যাটটি এই সুমিত কুমারের নামেই ভাড়া নেওয়া হয়েছিল ৷ তদন্তে নেমে পুলিশের হাতে আসে আধার কার্ড ও অন্য বেশ কিছু নথি ৷ স্পষ্ট হয়, সুমিত কুমারের আধার কার্ড ব্যবহার করেই ভাড়া নেওয়া হয়েছিল ফ্ল্যাটটি ৷ পুলিশ সূত্রের খবর, ধৃত সুমিত কুমার জেরায় স্বীকার করে নিয়েছে যে সে তার আধার কার্ড-পাসপোর্ট ভরত ও অন্য একজন ব্যক্তির হাতে দিয়েছিল ৷ পরে ভরত কুমারই ওই ২০১ নম্বর ফ্ল্যাট ভাড়া নিয়েছিল সুমিতের আধার কার্ড দিয়ে ৷

পুলিশ ভরত কুমারকে আগেই গ্রেফতার করেছে ৷ তদন্তে নেমে পুলিশ জানতে পারে ধৃত ভরতের সঙ্গে সুমিত কুমারের যোগাযোগ রয়েছে । ভরতের সঙ্গে সুমিত কুমারের কীভাবে পরিচয় হয়, এবং কেন সুমিত কুমার তার ফ্ল্যাট ভরতকে দিল ? পাশাপাশি এনকাউন্টারে মৃত গ্যাংস্টারদের সঙ্গে সুমিত কুমারের কী ধরনের সম্পর্ক ছিল, এখন তা জানার চেষ্টা চালাচ্ছে পঞ্জাব পুলিশ ও রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

সাপুরজির মত অভিজাত আবাসনে কীভাবে কোনও পুলিশ ভেরিফিকেশন ছাড়াই এই গ্যাংস্টাররা প্রবেশ করতে পারল তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। সুখবৃষ্টি আবাসনের ২০১ নম্বর ঘরে তারা থাকত। অথচ কেউ তাদের চালচলন দেখেও কিছু অনুধাবন করতে পারেননি ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*