আবারও শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড ৷ নিউটাউনে সাপুরজি বাজারে বিধ্বংসী আগুন। আগুনে ঝলসে মৃত্যু হলো স্থানীয় ব্যবসায়ী মহম্মদ ইনসানের। এদিকে পুড়ে ছাই হয়ে গিয়েছে, বাজারের ৪০টি দোকান। ভস্মীভূত হয়ে গিয়েছে একটি গ্যারাজও। আগুনে পুড়ে গিয়েছে কুড়িটিরও বেশী বাইক। বৃহস্পতিবার ভোররাতে বাজারে আগুন দেখতে পান স্থানীয়রা। দমকলের ৭টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পাশের একটি খাবারের দোকান থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।
জানা গিয়েছে, আজ ভোরে চা তৈরি করার জন্য দোকানে গ্যাস বা স্টোভ জ্বালানো হয়। সেখান থেকেই আগুন লেগেছে বলে মনে করছে দমকল বাহিনী। পাশাপাশি দোকানে বেশ কয়েটি গ্যাস সিলিন্ডার মজুত করা ছিল। আগুনে সেগুলি পর পর বিস্ফোরণ হয়। তাতেই আগুন আরও বিধ্বংসী রূপ নেয়। আগুন নেভাতে গিয়ে আহত হন এক দমকলকর্মী। পুড়ে যাওয়া দোকান থেকে সিলিন্ডার বের করতে করতে গিয়ে বিস্ফোরণে ঝলসে যান স্থানীয় এক ব্যবসায়ী। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। চার ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
Be the first to comment