নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯-এর প্রতিবাদে রাজারহাটের রাইগাছি ও নিউটাউনে বিক্ষোভ। শনিবার সকাল থেকেই জাতীয় পতাকা হাতে নিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ।
এদিন রাইগাছিতে প্রায় ২ ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা। রাস্তার উপর গাছের গুড়ি জ্বালিয়ে ও নরেন্দ্র মোদীর কুশপুতুল পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। নিউটাউনে ইকো পার্কের কাছে মেজর আরটেরিয়াল রোড অবরোধ করা হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন ও ইকো পার্ক থানার পুলিশ। পৌঁছয় দমকলের একটি ইঞ্জিনও।
শুক্রবার সন্ধ্যেয় নাগরিকত্ব (সংশোধনী) আইন, ২০১৯- এর সমর্থনে নিমতায় মিছিল করেছিল বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে নিমতা থানার পুলিশ। তবে শনিবার আগুন জ্বালিয়ে, পথ অবরোধ করে পুলিশের অনুমতি ছাড়া রাজারহাটে মিছিল করলেও বিক্ষোভকারীদের কাউকে আটক বা গ্রেপ্তার করেনি বিধাননগর কমিশনারেটের পুলিশ।
Be the first to comment