নিউইয়র্কে বাস টার্মিনালে বোমা বিস্ফোরণ

Spread the love

নিউইয়র্কের টাইমস স্কোয়ার এবং পোর্ট অথরিটি বাস টার্মিনাল-এর মধ্যে একটি সড়কপথে একটি পাইপ বোমা বিস্ফোরিত হয় – বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ট্রানজিট হাবগুলির মধ্যে একটি – সোমবার সকালের ভয়াবহ বোমা বিস্ফোরণে তিনজন আহত হয়।
আকয়েদ উল্লাহ নামে একজন বাংলাদেশী, যে তার “লো টেক” বিস্ফোরক অংশ বহন করে নিয়ে যাচ্ছিল ঐ পথের মধ্যে। মেন বাস টার্মিনাল থেকে ২০০ ফিট আগে বোমাটি বিস্ফোরিত হয়। সূত্র অনুসারে জানা যায় সকাল ৭.২০ তে বিস্ফোরণ হয় এবং তিন যাত্রী দুর্ঘটনায় আহত।
বিস্ফোরণের পর বন্দর কর্তৃপক্ষ পুলিশ উল্লাহকে ধরতে ভীষণ বেগ পেয়েছে। কারণ আকয়েদ উল্লাহ তার শরীরের সাথে তার পেঁচিয়ে পাইপ বোমাটি রেখেছিলেন। বোমাটির আংশিক বিস্ফোরণ হয়। এছাড়াও তার দেহে ভেল্কো এবং জিপ বন্ধনে আবদ্ধ ছিল, পুলিশ কর্মকর্তারা বলেন।
উল্লাহ তার বাকি বোমাটিও বিস্ফোরোন করানোর চেষ্টা করেছিলেন, কিন্তু দুই পিএপিডি অফিসার তাকে ধরেন এবং সফলভাবে বিস্ফোরকটি অপসারণ করেন।
এই বিস্ফোরণে উল্লাহ গুরুতর ভাবে জখম হন। উল্লাহকে তার হাত ও পেটে জ্বলন্ত অবস্থায় বেল্লেভ হাসপাতালের নিয়ে যাওয়া হয়। তাঁর বেঁচে থাকার আশা করছে বলে সূত্র জানিয়েছে।
ছবিঃ সূত্র থেকে

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*